ডেস্ক রিপোর্ট: চার জেলায় বজ্রপাতে ছাত্র-কৃষকসহ নিহত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সোমবার দুপুরে এ মৃত্যুর ঘটনা ঘটে। জেলাগুলো হলো- কুমিল্লা, কিশোরগঞ্জ,নেত্রকোনা ও সুনামগঞ্জ।
কুমিল্লার বাঙ্গরায় বজ্রপাতে দুই কৃষক ও দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া ও বাঙ্গরা থানার অফিসার ইনচার্জ। নিহতরা হলেন- বরুড়া পয়ালগচ্ছ গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩) এবং বিলাল হোসেন ছেলে মোহাম্মদ জিহাদ(১৪)। দুজনই বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। এছাড়া বাকি দুজন বাঙ্গরার কোরবানপুর এলাকার কৃষক। এরা হলেন-বাঙ্গরা থানার কোরবানপুর গ্রামের জসীম উদ্দীনের ছেলে জুয়েল ভূঁইয়া (৩৫), মৃত বীরচরণ দেবনাথের ছেলে নিখীল দেবনাথ (৬০)। এসময় সায়মন নামের ৭ বছরের এক শিশু আহত হয়েছে।
বরুড়ার পয়ালগচ্ছ গ্রামের প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে হালকা মেঘ থাকা সত্ত্বেও শিশুরা মাঠে ঘুঁড়ি উড়াতে ব্যস্ত ছিল। হঠাৎ বজ্রপাত হলে দুই ছাত্র মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
বাঙ্গরা এলাকার ইউপি সদস্য সফিকুল ইসলাম জানান, দুপুরে দুইজন কৃষক মাঠে কাজ করেছিলেন। হঠাৎ বজ্রপাতে তারা মারা যান। বরুড়া থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান বলেন, কোরবানপুর এলাকায় দুজন কৃষক বজ্রপাতে মারা গেছেন। তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
এছাড়া কিশোরগঞ্জের দুই হাওর উপজেলা অষ্টগ্রাম ও মিঠামইনে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন, ইন্দ্রজিত দাস (৩৫) ও স্বাধীন মিয়া (১৪) ফুলেছা বেগম (৬৫)।
সোমবার সকালে অষ্টগ্রামের হাওরে ধান কাটতে গেলে পৃথক বজ্রপাতে উল্লেখিত দুইজন কৃষক ও মিঠামইনে নিজের খলায় ধানের খেড় ঢাকতে গেলে ফুলেছা বেগমের মৃত্যু হয়।
নিহত ইন্দ্রজিত দাস অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের মৃত জতীন্দ্র দাসের ছেলে এবং স্বাধীন মিয়া খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামের ইদ্রিছ মিয়ার ছেলে ও ফুলেছা বেগম মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের বাসিন্দা মৃত আশ্রব আলীর স্ত্রী।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন ও মিঠামইন থানার এ এস আই দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নেত্রকোনার মদন ও খারনৈ এলাকায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। ভোরে মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে মারা যায় ১০ বছর বয়সী শিশু আরাফাত। আগের রাতে বৃষ্টির মধ্যে খারনৈ ইউনিয়নে বজ্রপাতে প্রাণ হারান মাদ্রাসাশিক্ষক দিদারুল হক (২৫)।
সুনামগঞ্জের শাল্লা উপজেলার কালিকোটা হাওরে গরু চরাতে গিয়ে বজ্রপাতে নিহত হন কলেজছাত্র রিমন তালুকদার। নিহতের সঙ্গে তার একটি গরুও মারা গেছে।