আন্তর্জাতিক ডেস্ক: পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করার ঘোষণা করেছে ভারত সরকার। এই চ্যানেলগুলিতে মোট ৬৩ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। আভিযোগ রয়েছে এই চ্যানেলগুলি উসকানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল কন্টেন্ট প্রচার করছে। ফলে ভারতে বসে আর পাকিস্তানি সংবাদমাধ্যম বা অন্য কোনও ব্যক্তির ইউটিউব চ্যানেল দেখা যাবে না।
বন্ধ চ্যানেলগুলোর মধ্যে রয়েছে- ডন নিউজ, সামা টিভি, আরি নিউজ, জিও নিউজ, বোল নিউজ, রফতার, সুনো নিউজ, ইরশাদ ভাটি, আসমা শিরাজি, উমর চিমা। এছাড়া সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের চ্যানেলও বন্ধ করে দেওয়া হয়েছে।
আরও অভিযোগ রয়েছে- এই চ্যানেলগুলো ভারতীয় সেনাবাহিনী, নিরাপত্তা সংস্থা এবং ভারতের বিরুদ্ধে মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করছিল। পহেলগাঁও হামলায় ২৫ জন ভারতীয় পর্যটক এবং একজন কাশ্মিরি মৃত্যুর পর বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো হচ্ছিল। সূত্র: সংবাদ প্রতিদিন