ক্রীড়া ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ একাদশে যে পরিবর্তন আসছে, তা শতভাগ নিশ্চিত ছিলো। সিলেট টেস্টে খেলা নাহিদ রানা পিএসএল খেলতে পাড়ি জমিয়েছেন পাকিস্তানে, তার জায়গায় বিসিবির একজনকে নিতেই হতো, সেই স্থানটি পূরণ করলেন আরেক পেসার তানজিম সাকিব।
বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামের এ ম্যাচে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ।সাকিবসহ তিনজন বাংলাদেশের একাদশে ঢুকেছেন। নাহিদ তো নেই-ই, বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদও। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয় ও নাঈম হাসান। জিম্বাবুয়ের একাদশে পরিবর্তন এসেছে ২টি, ভিক্টর নাইয়াউচি ও নায়াশা মায়াভো বাদ পড়ায় ঢুকেছেন ভিনসেন্ট মাসেকেসা ও তাফাদজওয়া সিগা।