স্পোর্টস ডেস্ক: চিৎপটাং মুশফিকুর রহিমের এই ছবিটাই বাংলাদেশের দ্বিতীয় দিনের শেষ সেশনের প্রতিচ্ছবি হয়ে থাকল। ৩ উইকেট হারিয়ে দ্বিতীয় সেশন শেষ করা বাংলাদেশের দিনের খেলা শেষ হয়েছে ৭ উইকেট হারিয়ে। তাতে অবশ্য পিছিয়ে নেই স্বাগতিকরা। প্রথম ইনিংসে ৬৪ রানের লিড নিয়েছে নাজমুল হোসেন শান্ত অ্যান্ড কোং।
২২৭ রানে ৯ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। দিনের প্রথম বলেই ব্লেসিং মুজারাবানিকে তাইজুল ইসলাম সাজঘরের পথ দেখালে অলআউট হয় অতিথিরা। জবাবে প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের খেলা শেষে ৭ উইকেট হারানো বাংলাদেশের সংগ্রহ ২৯১ রান। মেহেদি হাসান মিরাজ ১৬ ও তাইজুল ৫ রানে অপরাজিত আছেন।

এদিন বাংলাদেশের প্রথম সারির পাঁচ ব্যাটারই রানের দেখা পান। বাকিদের চারজনের চেয়ে ব্যতিক্রম ছিলেন সাদমান ইসলাম অনিক। ১৬ চার ও এক ছয়ের সাহায্যে ১২০ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি ওপেনার। তার আগে এনামুল হক বিজয়ের সঙ্গে ১১৮ রানের উদ্বোধনী জুটি গড়েন সাদমান। বিজয় ব্যক্তিগত ৩৯ রানে ফিরে গেলে এই জুটি ভাঙে। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন মুশফিক। মমিনুল হকের অবদান ৩৩ রান। এছাড়া ২৩ রান এনে দেন অধিনায়ক শান্ত। জিম্বাবুয়ের হয়ে বল হাতে সবচেয়ে সফল ভিনসেন্ট মাসেকেসে। ৪৪ রানে তার শিকার ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ২২৭/১০ (৯০.১ ওভার); উইলিয়ামস ৬৭, ওয়েলস ৫৪, বেনেট ২১, কারান ২১; তাইজুল ৬/৬০, নাইম ২/৪২
বাংলাদেশ প্রথম ইনিংস: ২৯১/৭ (৮৭ ওভার); সাদমান ১২০, মুশফিক ৪০, বিজয় ৩৯, মমিনুল ৩৩; মাসেকেসে ৩/৪৪