ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের দাবির মুখে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের এই তথ্য জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সরকারের পক্ষ থেকে পিএসসি সদস্যদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।
শুধু পরীক্ষা স্থগিত করলেই হবে না, ৮ দফার সব দাবি মেনে না নেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এ ধারাবাহিকতায় সোমবার (২৮ এপ্রিল) রাজু ভাস্কর্যের সামনে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন তারা।