গাজীপুর প্রতিনিধি: ছাত্র আন্দোলন চলাকালীন গাজীপুরের শ্রীপুরে শিক্ষার্থী হত্যার দায়ে ব্যবসায়ী আলী হায়দার রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাগ্নে পরিচয় দিতেন। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গাজীপুর আদালতের সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক হাসিনুর রহমান মিলনের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আক্তার। এর আগে গত রবিবার রাতে ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে আটক করে ডিএমপি। পরে শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, আলী হায়দার রতন নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরপারবতী গ্রামের মৃত নূর ইসলামের ছেলে। গাজীপুরের শ্রীপুর এলাকায় ব্যপক প্রভাব ছিলো তার। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাগ্নে পরিচয় দিতেন। তবে তিনি ওবায়দুল কাদেরের ভাগ্নে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
আলী হায়দার রতন ইনফ্রাটেক লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও পরিচিত। তিনি বিভিন্ন ব্যাংক থেকে নকল নথির মাধ্যমে কোটি কোটি টাকা ঋণ নিয়ে আলোচনায় আসেন। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত মুস্তাফিজুর রহমান বুলবুলের মেয়ের জামাতা।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের বেশ কিছু এলাকার বহু মানুষের বাড়ি ও জমি দখল করে নিয়েছেন। গত ৫ আগস্টের পর শ্রীপুর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আক্তার বলেন, ব্যবসায়ী আলী হায়দার রতনকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতে উপস্থাপনের পর তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।