মহসীন কবির: ২০২৩ সালে দুই লাখ ২৬ হাজার কোটি টাকা কর ফাঁকি হয়েছে বলে ধারণা করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সোমবার সিপিডির কার্যালয়ে বাংলাদেশের উত্তরণে কর্পোরেট আয়কর সংস্কারবিষয়ক ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরা হয়।
গবেষণা বলছে, কর ফাঁকির কারণে ২০২৩ সালে আনুমানিক দুই লাখ ২৬ হাজার ২৩৬ কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। এর মধ্যে প্রায় ৫০ শতাংশ হারিয়েছে কর্পোরেট কর ফাঁকির কারণে। ২০১১ সাল থেকে কর ফাঁকির পরিমাণ বেড়েছে। ২০১২ সালে তা বেড়ে দাঁড়ায় ৯৬ হাজার ৫০৩ কোটি টাকা। এবং ২০১৫ সালে তা এক লাখ ৩৩ হাজার ৬৭৩ কোটি টাকায় পৌঁছায়।
সিপিডির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট তামিম আহমেদ বলেন, ব্যক্তিগত আয়কর, কর্পোরেট কর এবং ভ্যাট ফাঁকির মাধ্যমে সরকারের রাজস্ব আয়ে এই ফাঁকির ঘটনা ঘটেছে। কর ফাঁকি রোধে ডিজিটালাইজেশনের ওপরে গুরুত্বারোপ করে প্রতিষ্ঠানটি বলছে, ডিজিটালাইজেশনই কর ফাঁকি রোধে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে।