সুনামগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার প্রতিবাদ এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে মহাসড়ক অবরোধ করেছে মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। দুই দফা দাবিতে তারা বুধবার সকাল থেকে তারা মহাসড়ক অবরোধ করে।
এর আগে মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৮টা থেকে মেডিকেল কলেজ প্রাঙ্গনে মানববন্ধন ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করে মেডিকেলের দ্বিতীয় ,তৃতীয় এবং চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা-কার্যক্রম চালু হলেও হাসপাতাল চালু না হওয়ার ক্লিনিকেলি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এছাড়াও ওয়ার্ড সুবিধা না পাওয়া, টান্সপোর্ট, চিকিৎসা সরঞ্জামের প্র্যাক্টিকেল সুবিধা, পর্যাপ্ত লোকবল অভাব থাকায় দাপ্তরিক ও প্রশাসনিক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে শিক্ষার্থীদের।
এরপর ‘অজুহাতের সুযোগ নাই, অবকাঠামোগত উন্নতি চাই’, ‘এই ব্যর্থতার দায় কার কলেজ না সরকারের’, সিএ নাই, রেজিস্টার নাই, ওয়ার্ড চালাবে কারা ভাই’, ‘ওয়ার্ড ক্লাসে অবহেলা মানি না, মানবো না’, ‘ওয়ার্ড ছাড়া মেডিকেল চলবে না, চলবে না’ সহ বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।