ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক, যিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইঝি, তাকে পলাতক হিসেবে বিবেচনা করা হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির না হলে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলবে।
দুর্নীতি দমন কমিশনের (এসিসি) মহাপরিচালক মো. আক্তার হোসেন আজ ঢাকার সেগুনবাগিচায় এসিসি সদর দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন।
এদিকে, পদ্মা ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে ৫ কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাতের চেষ্টার অভিযোগে চারজনের বিরুদ্ধে এসিসি একটি মামলা দায়ের করেছে।
আক্তারের মতে, এসিসির ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মুহাম্মদ রাকিব উদ্দিন মিনহাজ এই মামলাটি দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন পদ্মা ব্যাংক পিএলসি-এর সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফাত, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাব্বির মোহাম্মদ সায়েম, আব্দুল মোনেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এএসএম মাইনুদ্দিন মোনেম এবং ফারহানা মোনেম।
আক্তার বলেন, “নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের স্ত্রী নাসরিন ইসলামের বিরুদ্ধেও ২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।”
তিনি আরও বলেন, “ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডি এবিএম মোকাম্মেল হক-সহ ২৭ জনের বিরুদ্ধে জাল বিল এবং ভাউচার ব্যবহার করে ব্যাংক থেকে ৩৩.৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেছে এসিসি।”