স্পোর্টস ডেস্ক কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরেছে বার্সেলোনা। অতিরিক্ত সময়ের শেষদিকে কাতালানদের হয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ফরাসি তারকা ডিফেন্ডার জুলদ কুন্দ।
নিরপেক্ষ ভেন্যু এস্তাদিও দে লা কার্তুজায় রোমাঞ্চকর ফাইনাল উপহার দিয়েছে দুই দল। শুরুতে পিছিয়ে পড়লেও সাত মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ম্যাচের লাগাম নেয় রিয়াল। সেই সঙ্গে প্রতিপক্ষের ওপর চাপ বাড়িয়ে দেয় লস ব্লাঙ্কোসরা। অবশ্য ম্যাচে ফিরতেও বেশি সময় নেয়নি বার্সা। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে কুন্দের ওই গোলে শেষ হাসি হাসে হান্সি ফ্লিকের দল।
বেশকিছু সুযোগ নষ্টের পর ম্যাচের ২৮তম মিনিটে এগিয়ে যায় বার্সা। লামিনে ইয়ামালের কাট ব্যাকে বল পেয়ে জোরালো শটে জাল কাঁপান স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। ফিনিশিংয়ের ব্যর্থতায় প্রথমার্ধে ব্যবধান বাড়াতে পারেনি বার্সা। এই অর্ধে রিয়ালও ম্যাচে ফিরতে পারেনি। একবার বেলিংহাম জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।
দ্বিতীয়ার্ধের শুরুর দাপটটাও ছিল বার্সার। থিবো কোর্তোয়ার দৃঢতার কারণে ব্যবধান বাড়াতে পারছিল না তারা। উল্টো তাদের চেপে ধরতে থাকে রিয়াল। এর নেপথ্যে ছিলেন এই অর্ধের শুরুতে বদলি নামা কিলিয়ান এমবাপ্পে। ৭০ মিনিটে ফরাসি ফরওয়ার্ডের ফ্রি কিক গোলে ম্যাচে ফেরে রিয়াল।
৭৭ মিনিটে কর্নার থেকে গোল করে জায়ান্টদের এগিয়ে নেন চৌমেনি। সাত মিনিট পর সমতায় ফেরে বার্সা। কোর্তোয়ার ভুলে ফাঁকা জালে বল পাঠান তোরেস। নির্ধারিত সময়ে আর কোনো দল গোল করতে পারেনি। অতিরিক্ত সময়ে আক্রমণে আধিপত্য ছিল বার্সার। তোরেস, ফের্মিন লোপেজরা ব্যবধান গড়ে দিতে ব্যর্থ হলেও ১১৬ মিনিটে কাতালানদের উৎসবের উপলক্ষ্য এনে দেন কুন্দ। সতীর্থকে উদ্দেশ্য করে বাড়ানো লুকা মদরিচের পাস নিয়ন্ত্রণে নিয়ে বুলেট গতির শটে জালে জড়ান রক্ষণভাগের এই খেলোয়াড়। বাকি সময়ে চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি রিয়াল। অন্তিম মুহূর্তে লাল কার্ড দেখেন রুডিগার ও ভাসকেস।