মহসীন কবির: দেশে গ্যাসের তীব্র সংকট দেখা গেছে। অনেক স্থানে বাসাবাড়িতে
গ্যেসের চুলা জ্বলছে না। কোথায় জ্বললেও গ্যাসের চাপ খুবই কম। যা দিয়ে রান্না করা যাচ্ছে না।
মোহাম্মদুপরের বাসিন্দা সারমিন জানাহন জানান, শুক্রবার সকাল ৮টা থকে গ্যাসের চাপ খবই কম। কোন রকম জ্বলছে। তাতে রান্না করা যাচ্চে না। ডাল রান্না করতে ছিলাম, গ্যাসের চাপ কম থাকায় ডালের পানি কমে যাচ্ছে কিন্ত ডাল সিদ্ধ হচ্ছে না। এভাবে মোহাম্মদপুর হাইজিং লিমিটেড, হাউজিং সোসাইটি এবং তাজমহল রোডে বাসিন্দাদের এমনই ভোগান্তি হচ্ছে বলে জানা গেছে।
মিটমিট করে জ্বলে চুলা, রান্না করতে কয়েক ঘণ্টা ব্যয় করতে হয়। গ্যাসের অভাবে রান্না করতে না পারায় হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে। ফলে সীমিত আয়ের মানুষের পারিবারিক খরচ বেড়ে গেছে। হিমশিম খাচ্ছেন তারা।
রাজধানীর রামপুরা, মগবাজার এলাকার বাসিন্দারা একই অবস্থা। মগবাজার ডাক্তারের গলির বাসিন্দা এক বাসিন্দা জানান, কখন গ্যাস আসে আর যায়, বলতে পারি না। মাঝেমধ্যে গভীর রাতে চুলা মিটমিট করে জ্বলে। কিন্তু রান্না করার মতো চাপ থাকে না। আড়াইশ গ্রাম চালের ভাত রান্না করতে ঘণ্টাখানেক লেগে যায়।