মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেটারদের সঙ্গে আজ মঙ্গলবার অনুশীলন করেছেন মোস্তাফিজুর রহমান। পরে জানা যায়, ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগ পর্বে ঐতিহ্যবাহী ক্লাবটিতে খেলবেন এই পেসার।
আগামী বৃহস্পতিবার থেকে প্রিমিয়ার লিগের সেরা ছয় অর্থাৎ সুপার লিগের খেলা শুরু হবে। যেখানে শিরোপার লড়াইয়ে নিজেদের শক্তি বাড়াতে মোহামেডান এই পর্বের পাঁচ ম্যাচের জন্য মোস্তাফিজকে দলে নিল।
মোস্তাফিজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলে দেশে ফেরার পর থেকে মাঠের বাইরে। জাতীয় দল ও আশপাশের ক্রিকেটাররা বিভিন্ন ক্লাবে নাম লেখালেও প্রথম পর্বে কোনো দলে দেখা যায়নি তাকে।
এর আগে দলবদলের সময় টোকেন ঠিকই তুলেছিলেন গত আসরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলা ২৯ বছর বয়সী পেসার। সেটি তখন জমা দেননি তিনি। লিগের শেষ দিকে এসে প্রথমবারের মতো মোহামেডানে খেলার সিদ্ধান্ত নিলেন অভিজ্ঞ পেসার।