মহসীন কবির: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আলাপ-আলোচনার মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের পক্ষে বাংলাদেশ। বন্ধুপ্রতীম দেশ দুটি চাইলে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের অবস্থান স্পষ্ট। আমরা শান্তি চাই দক্ষিণ এশিয়ায়। আমরা জানি ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ইস্যুতে সংঘাতময় সম্পর্ক আছে। আমরা চাই এখানে বড় কোনো সংঘাত না সৃষ্টি হোক, যেটা হলে এ অঞ্চলের মানুষের জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে।
তিনি বলেন, ভারত ও পাকিস্তান দুই দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক বিদ্যমান। আমরা চাইব তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। আমরা ইতোমধ্যে দেখেছি দুয়েকটি দেশের কাছ থেকে মধ্যস্থতার প্রস্তাব এসেছে।
গুজরাটসহ ভারতের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশি নাগরিক গ্রেপ্তারের খবরের বিষয়ে মন্তব্য জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ ব্যাপারে পত্রপত্রিকাতেই খবর দেখেছি। এর বাইরে কোনো অফিসিয়াল কমিউনিকেশন আমাদের দেওয়া হয়নি। আমাদের দেখতে হবে তারা আসলে বাংলাদেশের লোক কিনা। যদি বাংলাদেশের মানুষ হয়, আমরা অবশ্যই ফেরত নেব।