ভারতে মেট্রোর মধ্যে মহিলাদের গায়ে হাত দেওয়ার অভিযোগে এক পুরুষযাত্রীকে নামিয়ে জুতোপেটা করা হয়েছে। সোমবার রাতে নেতাজি (কুঁদঘাট) স্টেশনে এ ঘটনা ঘটে। মেরে তাঁকে আরপিএফের হাতে তুলে দেন মহিলা যাত্রীরাই।
জানা গেছে, সোমবার রাতে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রোতে এ ঘটনা ঘটে। রাতের মেট্রোয় ভিড়ের মধ্যেই এক যাত্রী মহিলাদের গায়ে হাত দেন। তাঁকে হাতেনাতে ধরে ফেলেন কয়েক জন যাত্রী। রবীন্দ্র সরোবর স্টেশন ছাড়তেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশন ছাড়তেই পরিস্থিতি আরও জটিল হয়। মেট্রো কুঁদঘাট স্টেশনে দাঁড়াতেই অভিযুক্ত নেমে পড়েন। তখন তাঁকে পাকড়াও করেন সহযাত্রীরা। মহিলাযাত্রীরা অভিযুক্তকে ধরে মারধর শুরু করেন।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে আরপিএফ কর্মীরা। উত্তেজিত যাত্রীরা অভিযুক্তকে তাঁদের হাতে তুলে দেন। ট্রেনের মধ্যে যখন তিনি মহিলাদের সঙ্গে অভব্য ব্যবহার করছিলেন, তখন প্রতিবাদ জানান এক যাত্রী। প্রথমে তাঁর সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। অভিযুক্ত ব্যক্তি ওই যাত্রীর গায়ে হাতও তোলেন। তখনই অন্যযাত্রীরা ঝাঁপিয়ে পড়েন তাঁর উপর। মহিলাযাত্রীদের সঙ্গে ঝামেলা শুরু হয়। যাত্রীদের একাংশের অভিযোগ, ওই ব্যক্তি অতীতেও এমন কাণ্ড ঘটিয়েছেন। তখনও মহিলা যাত্রীদের হাতে মারও খান। তবে তার পর স্বভাব পাল্টাননি। যদিও সব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত। সূত্র: আনন্দবাজার