আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের কাছ থেকে আরও ২৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে যাচ্ছে ভারত। এ বিষয়ে আলোচনা আগেই হয়েছিল। সোমবার (২৮ এপ্রিল) এ সংক্রান্ত চুক্তিতে সই করেছে ভারত। ভারতের কয়েকটি গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদন মতে, ২৬টি বিমান ৬৩ হাজার কোটি রুপি দিয়ে কেনা হচ্ছে। তা তুলে দেয়া হবে ভারতীয় নৌবাহিনীর হাতে।
সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করায় যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে চলেছে পাকিস্তান। এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর শক্তিবৃদ্ধিকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন স্থানীয় বিশেষজ্ঞরা।