রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে জাহিদ হাসান পারভেজ হাসানের নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের জাতীয়বাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
শনিবার (১৯ এপ্রিল) মধ্যরাতে ঢাকা মেডিক্যাল কলেজের জরুরী বিভাগের সামনে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি জরুরী বিভাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে পুনরায় জরুরী বিভাগের সামনে গিয়ে শেষ হয়।
এসময় ‘আমার ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে’, ‘বিচার চাই, বিচার চাই, পারভেজ হত্যার বিচার চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ প্রভৃতি স্লোগান দেয় আন্দোলনকারীরা। মিছিল শেষে জরুরী বিভাগের সামনে সাংবাদিকদের সামনে কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
তিনি বলেন, সাধারণ বন্ধু বান্ধবদের মধ্যে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মীকে শাহিন হাসান পারভেজকে হত্যা করা হয়েছে। আমরা ইতোমধ্যে জেনেছি, বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মীদের নির্দেশে ঘটনা ঘটনাটি ঘটেছে।
এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আমরা চাই এ ঘটনার সাথে যারা জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। সেই সঙ্গে যারা হামলার যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা করা হোক।