বিনোদন ডেস্ক: ভারতীয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় হাসপাতালে। শুক্রবার রাতে শরীরে অস্বস্তিবোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। সংবাদমাধ্যমটি জানিয়েছে, মাথা ঘোরার পাশাপাশি শ্বাস নিতে কষ্ট হচ্ছিল পরিচালকের। গতকাল সকাল থেকে নানারকমের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তবে ঠিক কী হয়েছে, জানা যায়নি। চিকিৎসকরা জানিয়েছেন, এখনই কিছু বলা যাচ্ছে না।
তবে সৃজিতকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। পরিচালকের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে সৃজিতের নতুন ছবি ‘কিলবিল সোসাইটি’। ‘হেমলক সোসাইটি’র সিক্যুয়েল এটি। পহেলা বৈশাখেই মুক্তি পেয়েছে ছবিটি। পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শক থেকে সমালোচকরা। তারই মাঝে সৃজিতের হঠাৎ অসুস্থতার খবরে উদ্বিগ্ন তার অনুরাগীরা। পরিচালকের দ্রুত আরোগ্য কামনা করছেন তারা।