বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা ববিতা গুরুতর অসুস্থ! এমন খবর সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। সোমবার ছড়িয়ে পড়া এ খবরে নেটিজেনদের মাধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
পরে জানা গেলে অভিনেত্রী মোটেও অসুস্থ নন। মূলত তার নামের একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই মিথ্যা তথ্য ছড়ানো হয়। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ববিতা নিজেই।
তিনি বলেন, ‘আমি ফেসবুক ব্যবহার করি না। এটা বারবার আমি বলেছি। তারপরেও ফেসবুক থেকে এমন একটি স্পর্শকাতর খবর ছড়ানো হলো- এতে আমি ভীষণ দুঃখ পেয়েছি।’
ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে এর আগে আইনি পদক্ষেপ নিয়েছিলেন জানিয়ে ববিতা বলেন, ‘আমি আইনি পদক্ষেপ নিয়েছি এর আগে, কিন্তু আমার ওই ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালায় আর এমন খবর ছড়ায়, তা কোনোভাবেই শনাক্ত করা যায়নি।’
এর আগেও মৃত্যুর খবর ছড়ানো হয়েছিল জানিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অভিনেত্রী বলেন, ‘এর আগে আমার মৃত্যুর খবর ছড়ানো হয়েছিল ফেসবুকে। চিন্তা করেন এমন স্পর্শকাতর খবর শোনার পর আমার আত্মীয়স্বজনের মনের কী অবস্থা হয়? আমি আসলে এ বিষয়ে কী করব বুঝে উঠতে পারছি না। আমি হাল ছেড়ে দিয়েছি।’