স্পোর্টস ডেস্ক: শুরু থেকেই দারুণ ব্যাটিং করছিলেন সাদমান ইসলাম অনিক। উদ্বোধনী জুটিতে শতরান যোগ করে এনামুল হক বিজয় ফিরলেও সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন বাঁহাতি ব্যাটার। অবশেষে প্রত্যাশিত তিন অঙ্কের ঘরে পৌঁছে গেলেন সাদমান।
সেঞ্চুরি করার পথে ১৬টি বাউন্ডারি মারেন সাদমান। এটা টেস্ট ক্যারিয়ারে এই ওপেনারের দ্বিতীয় শতক। এর আগে ২০২১ সালের জুলাইয়ে হারারেতে এই জিম্বাবুয়ের বিপক্ষেই সাদা পোশাকের ক্রিকেটের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। গত বছর পাকিস্তানের বিপক্ষে তিন অঙ্কের ঘরে যেতে পারতেন। কিন্তু মাত্র ৭ রানের আক্ষেপ নিয়ে আউট হতে হয় তাকে। এবার আর হতাশ হয়ে মাঠ ছাড়তে হলো না সাদমানকে।
এর আগে উদ্বোধনী জুটিতে বিজয়কে সঙ্গে নিয়ে ১১৮ রানের জুটি গড়েন সাদমান। এর মাধ্যমে দীর্ঘ ৩২ ইনিংস পর এই সংস্করণে শতরানের জুটি পায় বাংলাদেশ। এর আগে সবশেষ ২০২২ সালে চট্টগ্রাম টেস্টে ভারতের বিপক্ষে নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের ব্যাটে শতরানের জুটি পেয়েছিল দলটি।