মহসীন কবির: চার শতাধিক যাত্রী নিয়ে এ বছরের প্রথম হজ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। নতুন ব্যবস্থাপনায় স্বস্তি ফিরেছে বলে দাবি হজযাত্রীদের।
সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাত সোয়া ২টার দিকে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েযায়। প্রথম হজ ফ্লাইটে যাত্রী হন চার শতাধিক মুসল্লি।
এবারের হজ ব্যবস্থাপনায় খুশি যাত্রীরা। তারা প্রত্যাশা করছেন স্বস্তি নিয়ে ঘরে ফেরার। প্রথম দিনে মোট ১০টি ফ্লাইটে ৪ হাজার ১৮০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন।
এর আগে সোমবার সন্ধ্যার পর আনুষ্ঠানিকভাবে হজযাত্রার উদ্বোধন করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন- সৌদি আরবের রাষ্ট্রদূত ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাবের নেতারা।
ভিসা জটিলতার কারণে এবার প্রায় ৪-৫ হাজার যাত্রীর হজযাত্রা অনিশ্চয়তায় পড়তে পারে বলে জানান হাব সভাপতি।