ডেস্ক রিপোর্ট: কুড়িগ্রামে জামায়াত নেতাকে ‘কলিজা টেনে ছিঁড়ে ফেলার’ হুমকি দেওয়া বিএনপি নেতা আনিছুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি।
গতকাল বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির পক্ষ থেকে দেওয়া নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। অভিযুক্ত আনিছুর রহমান রাজারহাট উপজেলা বিএনপির সভাপতি।
জানা গেছে, বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ৫২ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে জামায়াতের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজারহাট শাখার বায়তুলমাল (অর্থ) সম্পাদক রুবেল মিয়াকে হুমকি দিয়ে বলতে শোনা যায়, ‘কলিজা টানি ছিঁড়ি ফেলব, একবারে টানি ছিঁড়ি ফেলব তোমার। চেনো তুমি, এ চেনো! খুব পাওয়ার দেখাও, একবারে নিশ্চিহ্ন করে দেব তোমাক, চেনো বিএনপিকে।’
শোকজের চিঠিতে বলা হয়, ‘সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আপনি প্রকাশ্যে হুমকি প্রদান, অসংলগ্ন ও উত্তেজনাপূর্ণ ভাষায় বক্তব্য প্রদান করছেন এবং একটি রাজনৈতিক দল সম্পর্কে অশালীন ও অবমাননাকর মন্তব্য করেছেন। ভিডিওতে ব্যবহৃত ভাষা এবং বক্তব্য সামগ্রিকভাবে দলীয় শৃঙ্খলা ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী। এ কারণে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ হবে না, তা পত্র প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হলো।’