মহসীন কবির: চব্বিশের গণ-অভ্যুত্থানে যে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে তা যেন ব্যার্থ না হয় সেজন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ‘জাতি এক নতুন বাংলাদেশ চায়। ৫৪ বছরের বাংলাদেশের ব্যাপারে অনেকের মধ্যে হতাশা রয়েছে। এ লক্ষ্যে জামায়াতে ইসলামী বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করে।’
শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে রাষ্ট্র সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে শুরুতে তিনি এসব কথা বলেন।
সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘১৯৪৭ সালে আমরা স্বাধীন হয়েছিলাম কিন্তু স্বাধীনতা পাইনি। আমরা ১৯৭১ সালে দীর্ঘ সংগ্রাম-লড়াই-যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু স্বাধীন হইনি। আমরা আবার জুলাই-আগস্ট বিপ্লবের মাধ্যমে একটি দ্বিতীয় স্বাধীনতা বা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কিন্তু আসলেই স্বাধীন হয়েছি কিনা, সেটা সময়ই বলে দেবে।’
জামায়াতের নায়েবে আমির বলেন, ‘যেখানে নতুন কিছু সংযোজন বা বিয়োজনের প্রয়োজন আছে, যা দেশ ও জাতির জন্য কল্যাণকর, সেখানে আমরা ব্যক্তি, দলীয় দৃষ্টিভঙ্গি বা স্বার্থকে প্রাধান্য দিতে চাই না, দেবও না। দেশ, জাতি ও মানুষের কল্যাণের জন্য যেটা প্রয়োজন জামায়াতে ইসলামী সেই কাজে সংস্কারে ও পরিবর্তনে পরিপূর্ণ একমত পোষণ করে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী কতিপয় ব্যাপারে খুবই দৃঢ় ও অঙ্গীকারবদ্ধ। প্রথমত হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। এজন্য আমরা কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় করি না। স্বাধীনতার প্রশ্নে আমরা কারও হস্তক্ষেপ স্বীকার করি না।’
টেকসই গণতন্ত্রের জন্য ঐকমত্য কমিশনকে জামায়াত সহযোগিতা করবে বলে জানান জামায়াতের নায়েবে আমির।