সরকারি ছুটির দিনগুলোতে শিশু আদালতের কার্যক্রম চলমান রাখা প্রসঙ্গে কিছু নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্তে নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, কোর্টের (সুপ্রিম কোর্টের) এটা গোচরীভূত হয়েছে যে শুক্র/ শনিবারসহ সরকারি ছুটির দিনগুলোতে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের গ্রেপ্তার/ আটক করার পর আটককারী কর্তৃপক্ষ দ্বারা শিশুদের সংশ্লিষ্ট শিশু আদালতে উপস্থাপন না করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হচ্ছে। কিন্তু সোপর্দকৃত শিশুদের জামিন, রিমান্ড, হেফাজত ও বয়স নির্ধারণসহ অন্তর্বর্তীকালীন কোনো আদেশ প্রচার করার বিষয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণের আইনগত এখতিয়ার না থাকায় সোপর্দকৃত শিশুদের গ্রহণ ও তাদের বিষয়ে যেকোনও আদেশ/সিদ্ধান্ত প্রদানে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটগণ অপারগতা প্রকাশ করে থাকে।
এমন পরিস্থিতিতে কিছু নির্দেশনা দিয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ক. শিশু আইন ২০১৩ (সংশোধিত ২০১৮) এবং ‘মো. হৃদয় বনাম রাষ্ট্র’ মোকদ্দমায় হাইকোর্ট বিভাগের নির্দেশনা অনুযায়ী সরকারি কার্যদিবসের ন্যায় সাপ্তাহিকসহ অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতে উপস্থাপিত আইনের সংস্পর্শে আসা শিশুর (ভিকটিম/সংবাদদাতা/সাক্ষী) হেফাজত এবং আটককৃত আইনের সাথে সংঘাতে জড়িত শিশুদের জামিন, রিমান্ড, বয়স নির্ধারণ, হেফাজতসহ অন্তর্বর্তী যেকোনও দরখাস্ত শিশু আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক আদালতে সরেজমিন উপস্থিত হয়ে কিংবা প্রযোজ্য ক্ষেত্রে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন ২০২০-এর বিধিবিধান অনুসরণ করে শুনানি গ্রহণ ও নিষ্পত্তি করবে।
https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&us_privacy=1—&gpp_sid=-1&client=ca-pub-7577803932804570&output=html&h=280&adk=1638582984&adf=1964478887&w=611&abgtt=6&fwrn=4&fwrnh=100&lmt=1744306596&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=7542420122&ad_type=text_image&format=611×280&url=https%3A%2F%2Fwww.deshrupantor.com%2F585217%2F%25E0%25A6%259B%25E0%25A7%2581%25E0%25A6%259F%25E0%25A6%25BF%25E0%25A6%25B0-%25E0%25A6%25A6%25E0%25A6%25BF%25E0%25A6%25A8%25E0%25A7%2587%25E0%25A6%2593-%25E0%25A6%25B6%25E0%25A6%25BF%25E0%25A6%25B6%25E0%25A7%2581-%25E0%25A6%2586%25E0%25A6%25A6%25E0%25A6%25BE%25E0%25A6%25B2%25E0%25A6%25A4-%25E0%25A6%259A%25E0%25A6%25BE%25E0%25A6%25B2%25E0%25A7%2581-%25E0%25A6%25B0%25E0%25A6%25BE%25E0%25A6%2596%25E0%25A6%25BE%25E0%25A6%25B0-%25E0%25A6%25A8%25E0%25A6%25BF%25E0%25A6%25B0%25E0%25A7%258D%25E0%25A6%25A6%25E0%25A7%2587%25E0%25A6%25B6%25E0%25A6%25A8%25E0%25A6%25BE&fwr=0&pra=3&rh=153&rw=611&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTM1LjAuNzA0OS44NCIsbnVsbCwwLG51bGwsIjY0IixbWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTM1LjAuNzA0OS44NCJdLFsiTm90LUEuQnJhbmQiLCI4LjAuMC4wIl0sWyJDaHJvbWl1bSIsIjEzNS4wLjcwNDkuODQiXV0sMF0.&dt=1744306598837&bpp=4&bdt=2197&idt=4&shv=r20250408&mjsv=m202504070101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D5e54d9ea7f8df68e%3AT%3D1743517207%3ART%3D1744306588%3AS%3DALNI_MbmWstVNrJa4UuPg4Z_-UxC3QiVOQ&gpic=UID%3D000010854e564623%3AT%3D1743517207%3ART%3D1744306588%3AS%3DALNI_MZ0Ff3VL8KRskqxf4NL6oH6hoVUjQ&eo_id_str=ID%3D207701cc6193d1fe%3AT%3D1743517207%3ART%3D1744306588%3AS%3DAA-AfjYqaUPHOOhoiIP0JcMbFHSA&prev_fmts=0x0%2C1200x600%2C324x250&nras=3&correlator=8487016064182&frm=20&pv=1&u_tz=360&u_his=3&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=8&adx=208&ady=2563&biw=1351&bih=641&scr_x=0&scr_y=0&eid=95355973%2C95355975%2C95357878&oid=2&pvsid=537608660761099&tmod=282072285&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fwww.deshrupantor.com%2F&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C641&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&td=1&tdf=2&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&nt=1&pgls=CAA.&ifi=33&uci=a!x&btvi=2&fsb=1&dtd=473
খ. সরকারি কার্যদিবসের ন্যায় ছুটির দিনগুলোতে প্রযোজ্য ক্ষেত্রে শিশু আদালতের নির্দেশে আইনের সংস্পর্শে আসা শিশু (ভিকটিম/সংবাদদাতা/সাক্ষী) বা আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুর জবানবন্দি দায়িত্ব প্রাপ্ত ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করতে পারবেন।
গ. আইনের সংস্পর্শে আসা শিশুর (ভিকটিম/ সংবাদদাতা/ সাক্ষী) জবানবন্দি রেকর্ড প্রযোজ্য ক্ষেত্রে তাদের জিম্মা, হেফাজতসহ অন্য যেকোনও বিষয়ে সিদ্ধান্ত প্রদান এবং আইনের সাথে সংঘাতে জড়িত শিশুকে আটক/ গ্রেপ্তারের পর পুলিশ কর্তৃক জামিন প্রদান না করা হলে শিশুর জবানবন্দি রেকর্ড, তার বয়স নির্ধারণ, রিমান্ড, নিরাপদ হেফাজতসহ যেকোনও বিষয়ে সিদ্ধান্ত প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারি কার্যদিবসের ন্যায় সাপ্তাহিক ও অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতেও অভিযুক্ত/আটককৃত শিশুকে সংশ্লিষ্ট শিশু আদালতে উপস্থাপন করবে।
ঘ. আইনের সংস্পর্শে আসা শিশু ও আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের হেফাজত, জামিন, রিমান্ড, বয়স নির্ধারণসহ যেকোনও অন্তর্বর্তী বিষয়ে সরকারি কার্যদিবসের ন্যায় সরকারি ছুটির দিনগুলোতেও সংশ্লিষ্ট শিশু আদালত শিশু আইন ২০১৩ (সংশোধিত ২০১৮), মো. হৃদয় বনাম রাষ্ট্র মামলার নির্দেশনাসহ এই বিজ্ঞপ্তিতে প্রদত্ত নির্দেশনা অনুসরণের পর নিষ্পত্তি করবে।