গাইবান্ধা-২ (সদর) আসনে সাবেক সংসদ সদস্য, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবীরকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে পুলশ। তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) তাকে গ্রেপ্তার করা হয়।
দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হোসাইন জানান, আত্মগোপনে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর শহরের ঈদগাঁ বস্তি এলাকার তার বোনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গত মার্চ মাসের ১ তারিখ থেকে সাবেক সংসদ সদস্য সারোয়ার কবীর তার বোন প্রফেসর আফরোজা পারভিন কবীরের বাসায় আত্মগোপনে ছিলেন।