ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা সমস্ত অপকর্মগুলোকে বন্ধ করার চেষ্টা করবেন, যদি কেউ করতে চায়। আমাদের জেলার নেতৃবৃন্দদের বলবেন। না হলে সরাসরি পুলিশের হাতে তুলে দেবেন। এ ধরনের অন্যায়, অত্যাচার যাতে কেউ করতে না পারে মানুষের ওপর।
মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কেউ কেউ বোঝানোর চেষ্টা করে ওই ফ্যাসিবাদ শেখ হাসিনা নাকি আবার ফিরে আসবে, ওটা আমাদের কিছু করতে হবে না, ওর (শেখ হাসিনা) ব্যবস্থা মানুষই নিয়ে নেবে। সাধারণ মানুষই তার ব্যবস্থা নেবে কারণ যে অন্যায়-অত্যাচার, নির্যাতন করেছে। তাকে আর কোনো দিন এ দেশে এসে রাজনীতি করতে হবে না। আর যদি করতেও চায় জনগণ তাকে এ দেশের রাজনীতিতে গ্রহণ করবে না। ‘
তিনি বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত, আল্লাহর অশেষ রহমতে ওই ডাইনির হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। আমরা একজন ভয়াবহ মনস্তাত্ত্বিক ডাইনির, যে আমাদের দেশকে ছিন্নভিন্ন করেছে তার হাত থেকে রক্ষা পেয়েছি। ’
মির্জা ফখরুল বলেন, ‘এখন পাশের দেশ ইন্ডিয়াতে গিয়ে বসে আছে, ওখান থেকে গুতাগুতি করতেছে। এতই যদি রাজনীতি করো, মানুষের উপকার করো তাহলে আসো মানুষের সামনে এসে দাঁড়াও। আমরাও তো রাজনীতি করতে গিয়ে মামলা খেয়েছি, জেল খেটেছি, আইনজীবীর মাধ্যমে জামিনও নিয়েছি। তো আসেন আপনি (শেখ হাসিনা), দেশে আসেন- যে মামলাগুলো হয়েছে সেগুলো ফেস করে দাঁড়ান না দেখি। এতই যদি এত জনপ্রিয় মানুষ তাহলে পালায় গেছেন কেন?’
বিএনপির লক্ষ্য একটাই, সুখী সমৃদ্ধি বাংলাদেশ দেখতে চাওয়া- এমন মন্তব্য করে দলটির মহাসচিব বলেন, ‘আমরা একটা সুন্দর সুখী-সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই। আমরা বিভাজন দেখতে চাই না, আমরা ভালোবাসার একটা বাংলাদেশ দেখতে চাই। প্রতিশোধ চাই না, প্রতিহিংসা চাই না, আমাদের সাথে যে অন্যায়-অত্যাচার হয়েছে তার জন্য আমরা কোনো প্রতিশোধ নিতে চাই না। ‘