তাহমীদ: রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩টি দোকান। রোববার (২৭ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে।
আগুনে পুড়ে গেছে আল মদিনা স্টোরসহ পাশের আরও দুটি দোকান। আল মদিনা স্টোরের ফারজানা আক্তারের কান্না যেন থামছেই না। স্বামী এবং পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন আল মদিনা স্টোর যেখানে বিক্রি হতো বেডিং এবং পর্দা। ফারজানা জানান, আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের সংবাদ পেয়ে রাত একটা পঞ্চাশেই হাজির হন তারা। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, দাহ্য পদার্থ হওয়ায় দ্রুতই ছড়িয়েছে আগুন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।