বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, অন্তর্বর্তী সরকার স্থায়ী সরকার না। অন্তর্বর্তী সরকারের পাঁচশালা, বিমানবন্দর বানানোর কাজ নয়। বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর কাজ না। তাদের কাজ আগামীতে যেন আন্তর্জাতিক বিমানবন্দর হয়, বাংলাদেশ যেন সিঙ্গাপুর হতে পারে মাদক মাদক দূর হয়, আমাদের ছেলেমেয়েরা যেন সুন্দরভাবে চলাচল করতে পারে তার সূচনা করে দিয়ে যাও। বাংলা একটি কথা আছে বাঙালিকে বসতে দিলে শুতে চায়। কিছু কিছু উপদেষ্টার পাঁচ বছর ক্ষমতায় থাকার খায়েশ জন্মেছেন।
শুক্রবার (১১ এপ্রিল) বিকালে মুন্সীগঞ্জে লৌহজংয়ে ‘২৪’র গণঅভ্যুত্থানের রাষ্ট্র ও রাজনীতির পরিবর্তনে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন’ শীর্ষক জনসমাবেশে করেছেন এসব বক্তব্যে দেন তিনি। এতে অংশ নেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।
আসাদুজ্জামান রিপন বলেন, গত ১৪, ১৮’সহ সব নির্বাচন অবৈধ। শেখ হাসিনা অবৈধভাবে প্রধানমন্ত্রী হয়েছিল। বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল, জনগণ একটি জবাবদিহিমূলক সরকার চায়। ভোট দিতে চায় ভোটের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত করতে চায়। সংবিধানে স্পষ্ট লেখা আছে জনগণের প্রত্যক্ষ ভোটে এমপি বা সংসদ সদস্য নির্বাচিত হবেন। সেই সরকারে যিনি মেজরিটি লিডার তিনি প্রধানমন্ত্রী হবেন।
ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধে বাংলাদেশেরও ব্যবস্থা গ্রহণের বিষয়ে তিনি বলেন, কিছুদিন আগে ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে। ভারত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ভালোবাসে আর কাউকে ভালোবাসে না। অথচ বাংলাদেশের উপর দিয়ে তাদের মালামাল নেওয়া হয়। বাংলাদেশের উচিত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা।