আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মু-কাশ্মীরের পহেলগামে ভয়াবহ হামলার ‘কঠোর জবাব’ দেয়ার হুমকি দিয়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিহারে একটি সরকারি অনুষ্ঠানে ভাষণে তিনি এ হুমকি দেন।
বক্তব্যের শুরুতে পহেলগামে বন্দুক হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য নরেন্দ্র মোদিসহ উপস্থিত সবাই নীরবতা পালন করেন।
ভাষণে নরেন্দ্র মোদি বলেন, কোটি কোটি ভারতবাসী আজ শোকগ্রস্ত। নিহতদের পরিবারের পাশে রয়েছে গোটা দেশ। যাদের চিকিৎসা চলছে, তারা যাতে দ্রুত সুস্থতা কামনা করি। তার জন্য সরকার সব রকম চেষ্টা করছে।
মোদি বলেন, এই হামলায় কেউ সন্তান হারিয়েছেন, কেউ ভাই হারিয়েছেন, কেউ স্বামীকে হারিয়েছেন। তাদের কেউ বাংলায় কথা বলতেন, কেউ কন্নড়ে কথা বলতেন, কেউ কেউ ছিলেন মরাঠি, আবার কেউ বিহারের সন্তান। কারগিল থেকে কন্যাকুমারী পর্যন্ত শোক ও ক্ষোভ। এই আক্রমণ কেবল নিরীহ পর্যটকদের ওপরই হয়নি; দেশের শত্রুরা ভারতের আত্মার ওপর আক্রমণ করার দুঃসাহস দেখিয়েছে।
হুঁশিয়ারি দিয়ে মোদি বলেন, যারা এই হামলা ঘটিয়েছে এবং যারা এই হামলার ষড়যন্ত্র করেছে, তারা এমন শাস্তি পাবে, যা তাদের কল্পনারও অতীত।