আন্তর্জাতিক ডেস্ক: কানাডার ভ্যাঙ্কুভারে উৎসবে জড়ো হওয়ার মানুষের ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আহতদের স্থানীয় একাধিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিবিসি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ভ্যাঙ্কুভারেরে এ ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় ভোর ৪ টায়)। অভিযুক্ত চালককে আটক করেছে পুলিশ।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, একজন প্রত্যক্ষদর্শী সিটিভি নিউজকে বলেছেন, তিনি উৎসব এলাকায় একটি কালো গাড়িকে অনিয়ন্ত্রিতভাবে চলতে দেখেন। এরপর গাড়িটি গতি নিয়েই ভিড়ে ঢুকে পড়ে।
ভ্যানকুভারের মেয়র কেন সিম এক্সে পোস্ট করা বিবৃতিতে বলেছেন, আজকের লাপু লাপু ডে ইভেন্টের ভয়াবহ ঘটনায় আমি হতবাক এবং গভীরভাবে শোকাহত। এটি এক অবিশ্বাস্য কঠিন সময়। আমরা ক্ষতিগ্রস্তদের গভীর সমবেনা জানাই এবং ভ্যানকুভারের ফিলিপিনো সম্প্রদায়ের পাশে আছি।
লাপু লাপু ডে ব্লক পার্টি একটি স্ট্রিট ফেস্টিভাল। এটি ফিলিপিনো সংস্কৃতি উদযাপন ও লাপু লাপু নামে পরিচিত দাতু লাপু লাপুর স্মরণে আয়োজিত হয়। দাতু লাপু লাপু ছিলেন ফিলিপাইনের প্রথম জাতীয় বীর। ১৫২১ সালে স্প্যানিশ উপনিবেশবাদীদের বিরুদ্ধে ম্যাকটান যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।