আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরের মধ্যাঞ্চলীয় এলাকা বড়বাজারের মেছুয়ার ফলপট্টির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ১৪ জন। নিহতদের মধ্যে দুই জন শিশু, একজন মহিলা ও ১১ জন পুরুষ।
কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা জানিয়েছেন, শহরের প্রায় ৮ কিলোমিটার দূরের ঋতুরাজ হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনা তদন্তের জন্য একটি বিশেষ দলও গঠন করা হয়েছে।
তবে কী কারণে ওই অগ্নিকাণ্ড ঘটেছে সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত হওয়া যায়নি।
কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্তদের উদ্ধারের আহ্বান জানিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধ করতে তিনি অগ্নিনিরাপত্তা ব্যবস্থার কঠোর নজরদারির আহ্বানও জানান।
সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস