মহসীন কবির: নিরাপদ সড়ক আন্দোলনের পুরোধা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল গঠন করলেন। তার দলটির নাম হচ্ছে ‘জনতার পার্টি বাংলাদেশ’।
শুক্রবার সকাল ১০টায় শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে (নিচতলা) এক অনুষ্ঠানে নতুন এ দলের নাম ঘোষণা করা হয়।
দলটির সূত্রে জানা গেছে, ‘গড়বো মোরা ইনসাফের দেশ’ এই স্লোগান নিয়ে রাজনীতির ময়দানে এসেছে ‘জনতা পার্টি বাংলাদেশ’।
এদিকে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ার আগেই চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের কাছে আইনি নোটিশ পাঠিয়েছেন ‘জনতার বাংলাদেশ পার্টি’র চেয়ারম্যান শফিকুল ইসলাম সবুজ খান। গতকাল বৃহস্পতিবার এই আইনি নোটিশ পাঠানো হয়।
ওই নোটিশে বলা হয়, ১৩ মার্চ অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ খান জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ‘জনতার বাংলাদেশ পার্টির’ আত্মপ্রকাশ ঘটান। এরপর ২০ এপ্রিল দলের নিবন্ধনের জন্য জাতীয় নির্বাচন কমিশনে কাগজপত্র দেওয়া হয়। কিন্তু মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি, ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে ইলিয়াস কাঞ্চনের নতুন দল আত্মপ্রকাশ হতে যাচ্ছে। জনতার বাংলাদেশ পার্টি ও জনতার পার্টি বাংলাদেশ প্রায় একই রূপ হওয়ায় সারা দেশে ছড়িয়ে থাকা আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তারা হতাশা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এতে আমাদের মারাত্মক ক্ষতিসাধন হবে। এতে গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট হবে।