মহসীন কবির: ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।
একদল শিক্ষার্থীর আন্দোলনের মুখে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-ইউআইইউ থেকে ভিসি ও ১১জন বিভাগীয় প্রধান পদত্যাগের পর, অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. জুলফিকার রহমানের বরাতে ওই পোস্টে বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম স্থগিত থাকবে।