তাহমীদ: আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার বিকালে রাজধানীর খামারবাড়ি থেকে বিক্ষোভ শুরু হয়ে ফার্মগেট ওভারব্রিজের সামনে শেষ হয়। বিক্ষোভ মিছিলের আয়োজন করে বৃহত্তর তেজগাঁও শাখা।
মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, আওয়ামী লীগের ইতিহাস, দেশ বিক্রি করে দিয়ে প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ বাস্তবায়ন করার ইতিহাস। অতএব গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে তাদের রাজনীতি করার কোন অধিকার থাকতে পারে না। সন্ত্রাসী ও অগণতান্ত্রিক দল হিসেবে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে।
কুয়েটের শিক্ষার্থীদের অনশনের কথা উল্লেখ করে এনসিপির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ বলেন, লজ্জার সঙ্গে বলতে চাই, আমার ভাইয়েরা, যাদের রক্তের উপর গণঅভ্যুত্থান প্রতিষ্ঠিত, তারা অনশনে বসেছে। তাদের মুখে অক্সিজেনের মাস্ক দেয়া হয়েছে অথচ দেখা যাচ্ছে সেই ছাত্রদের ম্যান্ডেট নিয়ে উপদেষ্টা পরিষদে যাওয়া মাহফুজ সাহেব (তথ্য উপদেষ্টা) ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন, শিক্ষামন্ত্রি নাকি আরও ২৪ ঘন্টা পরে আগামীকাল সেখানে প্রতিনিধি দল পাঠিয়ে বিষয়গুলো খতিয়ে দেখবেন। আপনারা কি আমাদের জানাজা পড়তে যাবেন? অন্তর্বর্তী সরকার সাবধান হও। আওয়ামী লীগ নিষিদ্ধ কর। জুলাই গণঅভ্যুত্থানের শত্রুদের বিচার কর।
এসময় আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহবায়ক আলাউদ্দিন, যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দীন, মুশফিক উস সালেহীন, জয়নাল আবেদীন শিশির, আকরাম হোসেন, যুগ্ম সংগঠক এম এম শোয়াইব, ইমরান ইমন, মুখ্য যুগ্ম সংগঠক সাকিব মাহাদী, আবু সাইদ লিয়ন, মুশফিক সোহান, কেন্দ্রীয় সসদ্য ডেভিড রাজু, তেজগাঁও জোনের প্রতিনিধি শাহাদাত খন্দকার, তেজগাঁও থানার আহবায়ক রিফাত প্রমুখ।