আন্তর্জাতিক ডেস্ক: মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান ও প্রথম কেবলা আল-আকসা মসজিদ নিয়ে একেরপর এক ষড়যন্ত্র করেই চলছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মসজিদটি ভেঙে ইহুদিদের থার্ড টেম্পল নিমার্ণ করতে চান। এরই পরিকল্পনা হিসেবে এআই দিয়ে বানানো আল-আকসা মসজিদ ধ্বংসের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগযোগ মাধ্যমে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মধ্যপ্রাচ্যের নেতারা।
চরমপন্থী বসতি স্থাপনকারীদের পক্ষে থাকা কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এআই-দিয়ে বানানো ভিডিও ক্লিপ শেয়ার করেছে। তাতে দেখা যায়, আল-আকসা মসজিদ আগুনে জ্বলছে এবং পরে সেই স্থানে থার্ড টেম্পল প্রতিস্থাপন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পর কট্টর ডানপন্থী ইসরাইলিদের তীব্র নিন্দা জানিয়েছে আরব দেশগুলো। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভিডিওটিকে নিন্দা করে বলেছে, এটি “দখলকৃত জেরুজালেমে খ্রিষ্টান ও ইসলাম ধর্মীয় স্থানগুলোর ওপর হামলা বাড়ানোর জন্য উসকানি।
তারা আরও বলে, আন্তর্জাতিক সম্প্রদায় গাজার ওপর ইসরাইলি গণহত্যামূলক আগ্রাসনের জবাব দিতে ব্যর্থ হওয়ায়, ইসরাইলের কট্টর ডানপন্থী সরকার এখন আরও বেপরোয়া হয়ে তাদের বিস্তারণবাদী পরিকল্পনা বাস্তবায়ন করছে।
জেরুজালেমে ইসলামী ও খ্রিষ্টান ধর্মীয় স্থানগুলোর অভিভাবক হিসেবে দায়িত্ব পালনকারী জর্ডান, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে একযোগে এই ভিডিওর নিন্দা করেছে। তারা একে ইসরাইলি বসতি স্থাপনকারীদের চরমপন্থী ও বর্ণবাদী উস্কানি হিসেবে আখ্যায়িত করেছে।
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই অগ্রহণযোগ্য উস্কানির বিরুদ্ধে জর্ডান কঠোর বিরোধিতা ও তীব্র নিন্দা জানায়, এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ধরনের উস্কানির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।
কাতারও এই ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়ে সতর্ক করেছে, এই ধরনের উস্কানি দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে সহিংসতা আরও বাড়াতে পারে।
ভিডিওটি শেয়ার করা হয়েছে এমন এক সময়ে, যখন চরমপন্থী বসতি স্থাপনকারীরা মাটিতে নানা উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
গত কয়েক দিনে শত শত কট্টরপন্থী ইসরাইলি আল-আকসা প্রাঙ্গণে একাধিকবার ঢুকে পড়েছে, এবং এ সময় তারা ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সহায়তাও পেয়েছে।
দশকের পর দশক ধরে চালু থাকা একটি চুক্তি অনুযায়ী, কেবল মুসলিমদেরই সেখানে ইবাদত করার অনুমতি রয়েছে। কিন্তু ২০২২ সালে নেতানিয়াহুর নেতৃত্বে কট্টর ডানপন্থী সরকার গঠনের পর থেকে তারা বারবার এই সংবেদনশীল স্থিতাবস্থাকে লঙ্ঘন করছে।
উল্লেখ্য, ইসরাইল ১৯৬৭ সালের যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করে এবং ১৯৮০ সালে শহরটিকে সংযুক্ত করে নেয়।