ঈদে সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১৭১ সিনেমা হলে মুক্তি পেয়েছে হাফ ডজন সিনেমা। এর মধ্যে আছে জাজ মাল্টিমিডিয়ার ‘জ্বীন ৩’। ইতিমধ্যেই এই সিনেমার ‘কন্যা’ গানটি শ্রোতামহলে বেশ আলোড়ন তুলেছে। অবশেষে গানটি প্রবেশ করল কোটির ক্লাবে।
গত ১৭ মার্চ জাজ মাল্টিমিডিয়ার চ্যানেলে প্রকাশ হয় ‘কন্যা’। আজ বৃহস্পতিবার পর্যন্ত গানটির ভিউ ছাড়িয়ে যায় এক কোটি ৫ লাখের ওপরে। আর এদিন দর্শক-শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ‘জ্বীন ৩’র অভিনেত্রী নুসরাত ফারিয়া।
এক ফেসবুক পোস্টে নায়িকা লিখেছেন, ‘কোটির ঘরে “কন্যা”। এত এত ভালোবাসা দেওয়ার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ।’
উৎসবের আমেজ তৈরি করা গানটি প্রকাশিত হওয়ার পর জীবন্ত কিংবদন্তি রুনা লায়লাসহ শোবিজের অনেক তারকাই শেয়ার করেছেন, দিয়েছেন বাহবা। শুধু তাই নয়, সামাজিক মাধ্যমেও গানটি নিয়ে প্রচুর রিল-শর্টস-টিকটক হচ্ছে।
‘কন্যা’ গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর-সংগীত ইমরানের। গানের দৃশ্যে নুসরাত ফারিয়ার সঙ্গে পর্দা ভাগ করেছেন অভিনেতা আব্দুন নূর সজল।