আইসিসি মেন্স ক্রিকেট কমিটির প্রধান হিসেবে পুনঃনিয়োগ পেলেন সৌরভ গাঙ্গুলী। আরকে ভারতীয় সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ প্যানেল সদস্য হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন। এক বিবৃতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এই তথ্য নিশ্চিত করেছে।
ভারতীয় সাবেক অধিনায়ক গাঙ্গুলী এর আগে ২০২১ সালে প্রথম এই কমিটির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন। যেখানে ৫২ বছর বয়সী এই তারকা তার জাতীয় দল সতীর্থ অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়েছিলেন। তিন বছরের দায়িত্ব শেষে সড়ে দাঁড়ান কুম্বলে।
এদিকে গাঙ্গুলী ও লক্ষ্মণ ছাড়াও এই কমিটিতে আরও আছেন আফগানিস্তানের সাবেক খেলোয়াড় হামিদ হাসান, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং তারকা ডেসমন্ড হেইন্স, দক্ষিণ আফ্রিকার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা এবং ইংল্যান্ডের সাবেক ব্যাটার জোনাথন ট্রট।
আইসিসি উইমেন্স ক্রিকেট কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অফ-স্পিনার ক্যাথেরিন ক্যাম্পবেল। এই কমিটিতে আরও আছেন সাবেক অস্ট্রেলিয়ান খেলোয়াড় আভ্রিল ফাহে ও ক্রিকেট সাউথ আফ্রিকার ফোলেটসি মোসেকি।