বগুড়া প্রতিনিধি: বগুড়ায় অটোরিকশাচালক আজগর আলী পিয়াল হত্যা মামলার পাঁচ বছর পর দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও একজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার বেলা ১২টার দিকে জেলা অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. আবু হানিফ এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার আদালত পুলিশ পরিদর্শক (কোর্ট) মোসাদ্দেক হোসেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বগুড়া সদর উপজেলার ছোট কুমিরা এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে আব্দুল হান্নান এবং একই এলাকার দুলু খানের ছেলে রাশেদ খান। এছাড়া দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নয়াপাড়া এলাকার নুরুন্নবী মুন্নাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামিরা।
মামলা সূত্রে জানা জায়, বগুড়া শহরের নিশিন্দারা মধ্যপাড়ার মহিদুল ইসলাম খোকার ছেলে পিয়াল ২০২০ সালের ২১ মার্চ অটোরিকশা নিয়ে বের হওয়ার পর নিখোঁজ হন। ২৮ মার্চ বিকালে শহরতলির বড় কুমিরা হিন্দুপাড়ার কবরস্থানে তার গলিত মরদেহ পাওয়া যায়। লাশ শনাক্তের পর তার বাবা সদর থানায় একটি হত্যা মামলা করেন।