স্পোর্টস ডেস্ক: প্রথম ইনিংসে ৮২ রানের লিড নিয়েছিল জিম্বাবুয়ে। জবাবে দ্বিতীয় ইনিংসে ৫৭ রানে এক উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। এখনও সফরকারী দলের চেয়ে ২৫ রানে পিছিয়ে আছে নাজমুল হোসেন শান্ত’র দল।
প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ২৭৩ রানে থামে জিম্বাবুয়ে। ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা স্বাগতিকদের শুরুটা ভালো হয়নি।
দলীয় ১৩ রানে সাদমান ইসলাম অনিকের উইকেট হারায় বাংলাদেশ। ব্লেসিং মুজারাবানির করা ইনিংসের চতুর্থ ওভারে শন উইলিয়ামসের হাতে ক্যাচ দেন সাদমান। সাজঘরে ফেরার আগে ১০ বলের মোকাবেলায় মাত্র ৪ রান করেন এই বাঁহাতি ব্যাটার। বাউন্ডারি থেকে ওই ৪ রান করেন তিনি।
এরপর আর কোনো বিপদ হতে দেননি মমিনুল হক সৌরভ ও মাহমুদুল হাসান জয়। আর কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন তারা। গড়েছেন ৪৪ রানের নিরবচ্ছিন্ন জুটি। ৬ চারের সাহায্যে ২৮ রানে অপরাজিত আছেন জয়। অন্যদিকে ১৫ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন ব্যাট করতে নামবেন মমিনুল। তিনটি বাউন্ডারি মেরেছেন সাবেক অধিনায়ক।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস: ১৯১/১০ ও দ্বিতীয় ইনিংস: ৫৭/১ (১৩ ওভার); জয় ২৮, মমিনুল ১৫; মুজারাবানি ১/২১জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ২৭৩/১০ (৮০.২ ওভার); উইলিয়ামস ৫৯, বেনেট ৫৭, মায়াভো ৩৫; মিরাজ ৫/৫২, রানা ৩/৭৪
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ২৫ রানে পিছিয়ে