রিয়াল মাদ্রিদ লা লিগায় আলাভেসের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে। প্রতিপক্ষের মাঠে মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার একমাত্র গোলে জয়ের বন্দরে পৌঁছায় তারা। তবে তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে লাল কার্ড দেখায় ম্যাচ জয়ের সেই আমেজ কিছুটা ম্লান হয়েছে রিয়ালের।
ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষ খেলোয়াড়কে মারাত্মক ট্যাকল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ফরাসি এই তারকাকে। পরে অবশ্য ম্যাচ শেষে তিনি নিজের ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন। রিয়াল মাদ্রিদের সহকারী কোচ ডেভিড আনচেলত্তি এমনটাই জানিয়েছেন।
রোববার (১৩ এপ্রিল) আলাভেসের ঘরের মাঠে খেলতে নেমেছিল লস ব্লাঙ্কোসরা। ম্যাচের শুরু থেকেই আলাভেসের খেলোয়াড়দের থেকে ছোট ছোট ফাউলের শিকার হতে থাকেন মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে ম্যাচের ৩৮তম মিনিটে আলাভেসের মিডফিল্ডার আন্তোনিও ব্লাঙ্কোকে পেছন থেকে স্লাইডিং ট্যাকল করে বসেন এমবাপ্পে।