বদলে যাওয়া বাংলাদেশে পুলিশের নতুন লোগো থেকে বাদ পড়লো নৌকা। জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতা সম্বলিত নতুন লোগোতে পাটপাতার ওপরে উজ্জ্বলভাবে লেখা রয়েছে— ‘পুলিশ’। এর আগে ২০০৯ সালে পুলিশের লোগো পরিবর্তন করে নৌকা সংযোজন করে আওয়ামী লীগ সরকার।
নতুন লোগোর চূড়ান্ত অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে। অনুমোদন হওয়ার সাথে সাথেই যেন সারা দেশের পুলিশের ইউনিটগুলো যাতে নতুন লোগো সম্মিলিত ইউনিফর্ম ব্যবহার করতে পারে সেজন্য গতকাল বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অধীনস্থ ইউনিটগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে।
৮৪১ নম্বর স্মারকের চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের বর্তমান মনোগ্রাম বা লোগো পরিবর্তনের সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে। এটি ইতোমধ্যে কর্তৃপক্ষের অনুমোদনও পেয়েছে। এখন শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষা। প্রজ্ঞাপন জারির পরপরই নতুন লোগো পুলিশ বাহিনীর সব জেলা ও ইউনিটে বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে। এর অংশ হিসেবে ইউনিফর্ম, পতাকা, সাইনবোর্ডসহ সব ধরনের সংশ্লিষ্ট সামগ্রীতে নতুন লোগোর ব্যবহার নিশ্চিত করতে প্রস্তুতি নিতে বলা হয় ওই চিঠিতে।
পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর আমার দেশকে জানান, মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে নতুন লোগো। প্রস্তুতি নেওয়ার জন্য আভ্যন্তরীণ ভাবে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ইউনিটগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে।