আন্তর্জাতিক ডেস্ক: আরও ৩০ হাজার নতুন যোদ্ধা যুক্ত করছে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস।আজ রবিবার সৌদি আরবের আল হাদাত চ্যানেলের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। সেখানে বলা হয়, হামাসে সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড এই যোদ্ধা সংগ্রহ করছে।
যুদ্ধে জয় নিশ্চিত করতে গেরিলা পদ্ধতিতে লড়াইয়ের কথা ভাবছে হামাস। সেভাবেই নিয়োগ দেওয়া হচ্ছে। তবে সৌদি সংবাদমাধ্যমটি জানায়, যাদের নিয়োগ দেওয়া হচ্ছে তাদের সামরিক কোনো দক্ষতা নেই।
প্রতিবেদনে বলা হয়, কাসাম ব্রিগেড যুদ্ধে অনেক ভারী অস্ত্র হারিয়েছে। বিশেষ করে সাজোয়া যান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এ ছাড়া তারা অর্থনৈতিক সংকটেও পড়েছে বলে জানানো হয়েছে।
সংবাদমাধ্যম আইটোয়েন্টিফোরের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুই মাস ধরে বেতন পান না হামাসের হাজার হাজার কর্মকর্তা। অনেকে পদত্যাগও করেছেন।