ডেস্ক রিপোর্ট: আগামী ৩১ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে।গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান তফসিল ঘোষণা করেন।
এর আগে ইংরেজি অধ্যাপক ড. মো. মনিরুজ্জামানকে প্রধান করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম।
কমিশনের অন্য সদস্যরা হলেন, জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ মাফরুহী সাত্তার, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. খো: লুৎফুল এলাহী এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা।
তফসিল অনুযায়ী, আগামী ১২ মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে।ভোটগ্রহণ, ভোট গণনা ও ফলাফল প্রকাশ ৩১ জুলাই।
এ ছাড়া জাকসু গঠনতন্ত্রের ৮(খ) ধারা অনুযায়ী একই দিনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।