দিনাজপুর প্রতিনিধি: বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন,
জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। কারণ দেশের জনগণ আমাদের সাথে আছে এবং থাকবে।
বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর নাজমা গার্ডেন মিলনায়তনে বিএনপির ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণের সেন্টিমেন্টকে ধারণ করার চেষ্টা করবেন। জনগণ ক্ষেপে গেলে কেউ ক্ষমতায় থাকতে পারবেন না, পালাতে হবে। যেমন হাসিনা পালিয়েছে।
তিনি আরো বলেন, আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ। ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশে যত পরিবর্তন হয়েছে, সব জিয়া পরিবারের হাত ধরেই হয়েছে। নির্বাচন দিতে দেরি করলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে, দেশের বিনিয়োগ ও কর্মসংস্থান কমে যাবে, অস্থিরতা ও বেকারত্ব বাড়বে, আইনশৃঙ্খলার অবনতি হবে ও অর্থনৈতিক সমস্যা তৈরি হবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে হবে।