সারমিন: ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এ মামলায় আসামি ৮ জন।
সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনারে এ প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। জুলাই-আগস্টের হত্যার ঘটনায় এটিই প্রথম প্রতিবেদন।
জানা গেছে, সাবেক ডিএমপি কমিশনার হাবির রহমানকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও আছেন ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী।