ডেস্ক রিপোর্ট: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, কোন নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না। পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া আছে ৫ আগস্ট–পরবর্তী সময়ে করা মামলাগুলো যথাযথভাবে তদন্ত করতে হবে।
সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, ৫ আগস্টের পর একটি মহল হয়রানির উদ্দেশে মূল আসামির সঙ্গে অসংখ্য নিরীহ মানুষকে মামলায় আসামি করছেন। এ বিষয়টি আমাদের নজরে রয়েছে।
গরমে হাঁফিয়ে মাঠ ছাড়লেন ওয়েলচগরমে হাঁফিয়ে মাঠ ছাড়লেন ওয়েলচ
আইজিপি বাহারুল আলম বলেন, অনাড়ম্বর নয়, এ বছর আমরা কার্যকর পুলিশ সপ্তাহ পালন করতে চাই। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে পরিকল্পনা শুনে কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এছাড়া এবারের পুলিশ সপ্তাহে নাগরিক সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। তারা তাদের অভিমত জানাবেন।