বিনোদন: যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে বিশ্ব প্রিমিয়ার হয়েছিল সিনেমার। এবার এটি মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। ‘নীলচক্র’ নামের সিনেমা নিয়ে ঈদে দর্শকের সামনে হাজির হবেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী।
প্রযুক্তির কল্যাণে বিভিন্ন মাধ্যমের নেশায় বুঁদ হয়ে আছে নতুন প্রজন্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে আকর্ষণীয় নানা ফাঁদ তৈরি করে অনেকেই নিজেদের কার্যসিদ্ধি করে নিচ্ছেন। অনেকেই পা দিচ্ছেন সেই ফাঁদে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘নীলচক্র’। এটি নির্মাণ করেছেন মিঠু খান। নির্মাতার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা।
মিঠু খান বলেন, ‘এটি নায়ক-নায়িকানির্ভর কোনো সিনেমা নয়। পুরোপুরি গল্পনির্ভর। এই সময়ে আমরা ট্রেন্ডের সঙ্গে মিলিয়ে চলতে পছন্দ করি। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা ভাইরাল হওয়ার নেশায় মেতে থাকে। এই নেশার পেছনে অনেক ফাঁদ পাতা থাকে।
এই ফাঁদে পড়ে অনেকের পাচার হওয়ার গল্প আছে, তেমনি আছে মৃত্যুর খবরও। আরও অনেক বিপদ ওত পেতে থাকে অনলাইনের পরতে পরতে। সেগুলোই দেখা যাবে সিনেমায়।’ সিনেমায় আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড়পর্দায় দেখা যাবে সংগীতশিল্পী বালামকে।