আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইল অধিকৃত জেরুজালেমের কাছে বুধবার (২০ এপ্রিল) দাবানলের আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই পরিস্থিতিকে ‘জাতীয় জরুরি অবস্থা’ বলে ঘোষণা করেছেন। সংবাদমাধ্যম আল-মনিটর এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদন মতে, ইসরাইলের ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) উদ্ধার সংস্থা জানিয়েছে, কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের কারণে শত শত বেসামরিক মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে অগ্নিনির্বাপকদের সহায়তার জন্য সেনা মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন কাৎজ।

এমডিএ জানিয়েছে, তারা প্রায় ২২ জনকে চিকিৎসা দিয়েছে। যাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের বেশিরভাগই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন। তারা আরও জানিয়েছে, সতর্কতার মাত্রা সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে।