আজ বিকেলে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশের সঙ্গে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলবে তারা। এই সিরিজ সামনে রেখে অনুশীলন করেছে টাইগাররা।
বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা জিম্বাবুয়ে দলকে বহনকারী বিমানটির। ঢাকা থেকে পরদিন সিলেটে যাবে অতিথিরা। লাক্কাতুরায় ২০ এপ্রিল শুরু হবে প্রথম টেস্ট। এরপর চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ২৮ এপ্রিল থেকে। সিরিজ শেষে ৪ মে দেশে ফিরে যাবে জিম্বাবুয়ে ক্রিকেট টিম।
সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুইয়ান ব্যাটিং লাইনআপকেও স্যুইং-বাউন্সে ধসিয়ে দিতে চাইবেন ইনফর্ম দুই পেসার। গেলো কয়েক বছরে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে ইতিবাচক দিক ফাস্ট বোলিং ডিপার্টমেন্টের উন্নতি। আর সবচেয়ে দুশ্চিন্তার টপ অর্ডার ব্যাটিং।